স্যামসাং গ্যালাক্সি এ৫২ (Samsung Galaxy A52) এর মূল্য

স্যামসাং স্মার্টফোন বাংলাদেশের অতি পরিচিত স্মার্টফোন। বাংলাদেশে অনেক স্যামসাং মোবাইলের ভক্ত রয়েছে। গত মার্চে স্যামসাং কম্পানি তাদের একটা নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনেছে। স্মার্টফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি এ৫২ (Samsung Galaxy A52) আজ আমরা এই স্মার্টফোন এর মূল্য এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানবো। 

Samsung Galaxy A52 এর বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩,৯৯৯ টাকা এবং আন্তর্জাতিক মূল্য ধরা হয়েছে ৪৫০ ইউএস ডলার (450$) 

এক নজরে Samsung Galaxy A52

স্যামস্যাং গ্যালাক্সি এ৫২ এই ফোনের ব্যটারি ৪৫০০ এমএএইচ (mAh) লিথিয়াম পলিমার এবং ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্নাইপড্রাগন ৭২০ জি। স্যামসাং গ্যালাক্সি এ৫২ ফোনে Ram রয়েছে 4GB/6GB/8GB এবং স্টোরেজ রয়েছে 128 GB/256GB ও মাইক্র এসডি প্রবেশ করানো যাবে। এই ফোনে এন্ড্রয়েড ভার্সন ১১ ব্যবহার করা হয়েছে। 

অন্যান্য 

Samsung Galaxy A52 ফোনটি চার প্রকার রঙে পাওয়া যাচ্ছে এগুলো হলো অসাধারণ কালো, দুর্দান্ত ধূসর, দুর্দান্ত নীল, দুর্দান্ত শ্বেত।সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। পিছনের ক্যামেরাটি কোয়াড 64+12+5+5 মেগাপিক্সেল (MP), সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেল। Samsung Galaxy A52 এই ফোনের ওজন 189 গ্রাম এবং 25W এর ফাস্ট চার্জিং। বলা হয়েছে ফোনটি 30 মিনিটে 50% চার্জ হবে। ফোনটিতে 2G, 3G, 4G প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর একটি খারাপ দিক হলো এই ফোনে 5G ব্যবহৃত হয়নি। এই ফোনটির সব থেকে ভালো দিক হলো ওয়াটার প্রুভ এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেব অ্যাড্রেনো 618 ব্যবহার করা হয়েছে। এই ফোনের আরও কিছু ফিচার হলো ফেস আনলক, ইউএসবি টাইপ সি, ফিঙ্গার প্রিন্টে সেন্সর। সর্বদিক বিবেচনা করলে এই ফোনটি একটা অসাধারন ফোন।

0/একটি মন্তব্য করুন/Comments