বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে মুলাদীর নাজিরপুরে তাল গাছের চারা রোপন করা হয়েছে

 জিন্নাত হাসান, ডেস্ক রিপোর্টারঃ


বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবং মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত প্রাকৃতিক দূর্যোগ ' বজ্রপাত ' নিরোধ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৩ই আগস্ট, ২০২১ খ্রিষ্টাব্দে জান্নাতুল বাকি হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা থেকে কুতুবপুর বাজার পর্যন্ত সড়কে তালগাছ রোপণ করা হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ), আধুনিক নাজিরপুরের রূপকার, শ্রদ্ধেয় জনাব মোঃ ইমদাদুল হক স্যারের পরিকল্পনায় ও অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র' - এর উদ্যোগে এবং নাজিরপুর ইউনিয়নের সকল স্তরের জনগণের সহযোগিতায় ২ হাজার ৫'শ অধিক তালগাছ রোপণ হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নাজিরপুর ইউনাইটেড কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই তালগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়।





0/একটি মন্তব্য করুন/Comments