বরিশালের মুলাদীতে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

 

বরিশাল জেলার মুলাদী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২১শে জনু ২০২১ইং রোজ সোমবার। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়। ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয় যথাযথ ব্যবস্থা।

মুলাদীর ৬ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হলেনঃ-

নাজিরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোস্তাফিজুর রহমান বাদল খাঁন বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি নৌকা প্রতীকে ৮ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান শরীফ ১ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। 

সফিপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু মূসা হিমু মুন্সী বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নৌকা প্রতীকে সর্বমোট ১৪ হাজার ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মুন্সী আনারস প্রতীকে পেয়েছেন ৯৭৬ ভোট।

চরকালেখান ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মিরাজুল ইসলাম মিরাজ সরদার বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তার লাঙ্গল প্রতীকে সর্বমোট ৪ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলনের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন খান হাতপাখা প্রতীকে ২ হাজার ৫৯২ ভোট পেয়েছেন।

গাছুয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জসিম উদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নৌকা প্রতীকে সর্বমোট ৫হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোকসেদ আলম মীর ১ হাজার ২০৭ ভোট পেয়েছেন।


কাজিরচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মন্টু বিশ্বাস বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নৌকা প্রতীকে সর্বমোট ৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মুন্সী আনারস প্রতীকে পেয়েছেন ৯৭৬ ভোট।


মুলাদী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ কামরুল আহসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার ইউনিয়ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে নির্বাচন অফিসার অনেক আগেই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন।

0/একটি মন্তব্য করুন/Comments