আজ মুলাদীর নাজিরপুরে গরুর ক্ষুরারোগের ভ্যাকসিন প্রদান করা হয়

জিন্নাত হাসান, ডেস্ক রিপোর্টারঃ


বরিশাল জেলার মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড অর্থাৎ চর নাজিরপুর গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ), আধুনিক নাজিরপুরের রূপকার, শ্রদ্ধেয় জনাব মোঃ ইমদাদুল হক স্যারের প্রচেষ্টায় গরুর ক্ষুরারোগের ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২১ বাস্তবায়ন করা হয়। 

আজ ৪ সেপ্টেম্বর ২০২১ইং রোজ শনিবার সকাল ১০ টায় গরুর ক্ষুরারোগের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এই এলাকার প্রায় ১৫০ টির অধিক গরুকে এই ভ্যাকসিন প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) উপজেলা প্রাণী সম্পদ অফিস, মুলাদী, বরিশাল। আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, (এল.এফ.এ), মুলাদী পশু হাসপাতাল ও মোসাঃ মাহিনুর, (এল.এফ.এ), মুলাদী পশু হাসপাতাল এবং মোঃ এবাদুল শরীফ (বাদল), (ভি.এফ.এ) উপজেলা প্রানীসম্পদ দপ্তর, মুলাদী। তাছাড়া অন্যান্য ‌ভ্যাক্সিনেটর কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।

এসময়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য), মোঃ আতাউর রহমান গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং এলাকাবাসীকে গরু পালনে সঠিক দিকনির্দেশনা দেন।

এতে খামারী, ক্ষুদ্র খামারী ও প্রান্তিক কৃষক সহ সকল গৃহস্থের গরুকে ভ্যাক্সিন প্রদান করা হয়। 


0/একটি মন্তব্য করুন/Comments