বিজ্ঞান ডেস্কঃ
না, এটি সাময়িকভাবে আপনার চামড়ার উপরিভাগ পুরিয়ে হালকা করে দেয়। যার জন্য দেখতে তুলনামূলক ফরসা লাগে।
বেশির ভাগ রং ফরসাকারী ক্রিমে মাইকা, লেড এবং বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকে যেগুলো ব্যবহারের পর স্কিনে একটা গরমভাব অনুভব হয়। সেলাররা বলে যে এইভাবে ক্রিম কাজ করছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এভাবে চামড়ার উপরিভাগ পুরিয়ে চামড়া পাতলা করে দেয়া হয়। যার জন্য হালকা ফরসা লাগলেও কয়েক বছর পর রোদে চলাচল করার ফলে স্কিন পুরে লাল হয়ে যায়, মেস্তা হয়। সানস্ক্রিন ব্যবহার করেও উপকার হয় না। উপকারের চেয়ে অপকারই বেশি হয়।
প্রকৃত সত্য হচ্ছে চেহারার রং অপরিবর্তনযোগ্য।
একটি মন্তব্য পোস্ট করুন