জিন্নাত হাসান, ডেস্ক রিপোর্টারঃ
দীর্ঘ দুই বছর যাবৎ নাজিরপুর ব্লাড ডোনার'স সোসাইটি নাজিরপুরের এবং বিভিন্ন স্থানের রোগীদের প্রয়োজনে সারা দিয়ে বিনামূল্যে রক্ত দিয়ে আসছে । এখন রক্ত দাতার সংকট নিরসনে নাজিরপুর ব্লাড ডোনার'স সোসাইটির কর্তৃপক্ষ গতকাল অর্থাৎ ৬ ই জানুয়ারি ২০২২ খ্রিঃ নাজিরপুর ইউনাইটেড কলেজ কর্নারে একদিন ব্যাপী "বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতার তথ্য সংগ্রহ " ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দিনবাপী এই প্রোগ্রামের আওতায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের নির্ণয় করা হয়। তাছাড়া তাদের মূল উদ্দেশ্য ছিল রক্তদাতার তথ্য সংগ্রহ যা সঠিক ভাবে বাস্তবায়ন হয়েছে। দিনব্যাপী এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ নাজিরপুর ব্লাড ডোনার'স সোসাইটি।
একটি মন্তব্য পোস্ট করুন