বরিশালের মুলাদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নাজিরপুর ইউনাইটেড কলেজ

জিন্নাত হাসান, ডেস্ক রিপোর্টারঃ ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এ শিক্ষা প্রতিষ্ঠানকে মুলাদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে স্বীকৃতি দেয়া হয় । এ নিয়ে নাজিরপুর ইউনাইটেড কলেজ ২য় বারের মতো বরিশাল জেলার মুলাদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২  উদযাপন উপলক্ষে  উপজেলার  প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের  শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর উপজেলা কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান  হিসাবে বিবেচিত হয়। তাছাড়া পূর্বে ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ পর্যায়ে) নাজিরপুর ইউনাইটেড কলেজ নির্বাচিত হয়েছিলেন।

তাছাড়া আরো ৮টি বিভাগে নাজিরপুর ইউনাইটেড কলেজের প্রতিযোগিতারা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। সেগুলো হলো সুষ্মীতা বাড়ৈ (ইংরেজি বক্তব্য), জীবন নাহার জীবু (রচনা), সাইফুন নাহার সানিয়া (দেশাত্মবোধক গান ও রবীন্দ্র সঙ্গীত), মোসাঃ মারিয়া (লোক সঙ্গীত), মোসাঃ আয়শা (হামদ্/ নাত ও লোক সঙ্গীত) এবং জারীগানে । এই কৃর্তি শিক্ষার্থীদের সাফল্যে নাজিরপুর ইউনাইটেড কলেজ পরিবার গর্বিত ও আনন্দিত। 

0/একটি মন্তব্য করুন/Comments