সুমন রেয়াজী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহযোগিতায় আন্তর্জাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)কর্তৃক বাস্তবায়নাধীন জয়েন্ট একশন নিউট্রিশন আউটকাম (জানো)প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সরোজমিনে পরিদর্শনে আসেন কেয়ার অস্ট্রিয়া প্রতিনিধি এলিজাবেথ ও মরগান।
সোমবার (১আগস্ট)সকালে উপজেলার পাংগামটুকপুর ইউনিয়নের পাংগা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন তারা।জানো প্রকল্পের সহযোগিতায় বিদ্যালয়ের ছাদে অবস্থিত ছাদ বাগান কৃষি,উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি বাগান, কিশোরী কর্নার,বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) ক্লাস,শিক্ষার্থীর বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মকান্ড পরিদর্শন করেন এবং বিদ্যালয়টির ভূয়সী প্রশংসা করেন।এ সময় তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোর্শিয়া রহমান ও প্রকল্পটির সিনিয়র টিম লিডার নাজনীন রহমান।এ সময় উপস্থিত ছিলেনইএসডিও নির্বাহী পরিচালক ডঃ মোঃ শহিদুজ্জামান, জানো প্রকল্পের প্ল্যান ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার কায়সার,জানো প্রকল্পের কেয়ার বাংলাদেশ মাল্টিসেক্টরাল গভর্নেন্স ম্যানেজার গোলাম রব্বানী, প্রকল্পের ইএসডিও'র ফোকাল পার্সন আবু জাফর নুরমোহাম্মদ,জানো প্রকল্পের ইএসডিও'র প্রজেক্ট ম্যানেজার রেজানুর রহমান, প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরীফ আহমেদ শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তরণী কান্ত রায়, মহেশলালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দীন, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন