মুলাদীর নাজিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচজন

আগামী ১১ই এপ্রিল মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ভাবে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে পাঁচজন তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁরা হলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত জাপান , নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল খাঁন , সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ , উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব হোসেন ভূঁইয়া রাজু এবং বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান সিকদার।

তবে ২০১৬ সালের ২২শে মার্চ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু হাসনাত জাপান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মোস্তাফিজুর রহমান বাদল খাঁন এবং মুজিবুর রহমান শরীফ । তবে সেই নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু হাসনাত জাপান বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন । 

মোস্তাফিজুর রহমান বাদল খাঁন ২০১৬ সালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিত করেছিলেন। এবারও তিনি এই নির্বাচনে প্রার্থী হতে মাঠে তৎপর রয়েছেন।

আর মুজিবুর রহমান শরীফ ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন—এ নিয়ে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। তবে পাঁচ প্রার্থীই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

২নং নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ বলেন , যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে এবং নাজিরপুরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাকে আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই ।

বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত জাপান বলেন , ‘গত পাঁচ বছরের ধারাবাহিক উন্নয়নের কারণে এবারও দল আমাকে মনোনয়ন দেবে এটাই আমি আশা করি। তাই নাজিরপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।’

মোস্তাফিজুর রহমান বাদল খাঁন বলেন , গনতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল থেকে মনোনয়ন প্রত্যাশী । তাই নাজিরপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই ।

মুজিবুর রহমান শরীফ বলেন , এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ।

আর অন্য অন্য প্রার্থীরাও নাজিরপুরের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে এবং সকলের সেবায় নিয়োজিত রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশী । নাজিরপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক , রাজনৈতিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ পছন্দ মতো , সৎ ও যোগ্য প্রার্থীর হাতে নৌকা মার্কা তুলে দিবেন । কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একক প্রার্থী নির্ধারণ করবে। দু-এক দিনের মধ্যে তা জানা যাবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ ২০ দলীয় জোট (বিএনপি) এর কোনো প্রার্থী থাকছেন না। তাই আসন্ন নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত কোনো প্রার্থী থাকছে না । 

তবে নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার জাতীয় পার্টির প্রার্থী দেখা যেতে পারে । বাংলাদেশ জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, তারুণ্যের অহংকার আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ ভূঁইয়া এনামুল । তিনি জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীক নিয়ে নাজিরপুর বাসীর কাছে দোয়া প্রার্থী ।

আর বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে মনোনীত প্রার্থী কারী আবদুল বারী সাহেব । তিনি ইতিমধ্যে হাতপাখা মার্কা নিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ।

0/একটি মন্তব্য করুন/Comments