ডোমার উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন বাবু তরনী কান্ত রায়

সুমন রেয়াজী,ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ


দ্বিতীয়বারের মতো নীলফামারী জেলার ডোমার উপজেলায় মাধ‍্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন বাবু তরনী কান্ত রায়।তিনি উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের পাংগা বালিকা  বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২  উদযাপন উপলক্ষে  উপজেলার  প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের  শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করে আসছে।তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর উপজেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান  প্রতিযোগিতায় বিভিন্ন সূচকে  সর্বোচ্চ নম্বর পেয়ে  উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে বিবেচিত হন বাবু তরণী কান্ত রায়। তিনি ২০১৮ সালে শুধু উপজেলা পর্যায়ে নয় জেলা পর্যায়েও মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।তার এ অর্জনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা খুব খুশি।এ ব‍্যাপারে প্রধান শিক্ষক তার অনুভুতি ব‍্যাক্ত করতে গিয়ে বলেন-আমার এ শ্রেষ্ঠত্ব অর্জন আমার কৃতকর্মের ফল।তাই আমি খুব খুশি।তার এ প্রতিষ্ঠানটি উপজেলা শহর থেকে অনেক দুরে গ্রামীন পরিবেশে অবস্থিত তথাপী বিদ‍্যালয়টির পড়াশোনার মান এবং ফলাফল দুটোই খুব ভালো।ইতোমধ‍্যে এই প্রতিষ্ঠানটির "ছাদবাগান কৃষি"সারাদেশে ব‍্যাপক সাড়া ফেলেছে।

0/একটি মন্তব্য করুন/Comments